• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু


কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ০৯:৪৬ পিএম
পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু
স্বজনদের আহাজারি। ছবি : প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হরিণগাছি গ্রামের মালিথা পাড়ার মাদ্রাসা মোড় এলাকায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২ নভেম্বর) বিকালে চাচাতো দুই ভাই বোন মিলে একসঙ্গে খেলা করতেছিল। এর কিছুক্ষণ পরই তাদের বাড়ির আশপাশে আর দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে সন্ধ্যা বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে। পরে প্রতিবেশীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মৃত দুই শিশু হলো, স্থানীয় খোদা বকসের ছেলে নূর আমিন (৫) ও মিজার আলীর মেয়ে ফাতেমা (৪)। তারা আপন চাচাতো ভাই-বোন।

রিফাইতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান রানা বিশ্বাস জানান, শনিবার সন্ধ্যার একটু আগে হরিণ গাছি গ্রামের দুই ভাই খোদা বকস ও মিজার আলীর ছেলে ও মেয়ে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করেছেন এলাকাবাসী।

ঘটনারা সত্যতা নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি শেখ আওয়াল কবীর।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!