ঝিনাইদহের হরিণাকুন্ডুতে নদীর পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৮ অক্টোবর) বিকালে নিত্যনন্দনপুর গ্রামের কুমার নদে ডুবে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলো, আরিফা (৪) ও ইয়াসমিন (৫)।
আরিফা খাতুন একই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে ও ইয়াসমিন পার্শ্ববর্তী দরিবিন্নি গ্রামের উজ্জল হোসেনের মেয়ে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাইবোন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ওই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে আরিফা ও তার বোনের মেয়ে ইয়াসমিন খেলতে নদীর পাড়ে যায়। এসময় অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাদের না পেয়ে খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে নদের পানিতে তাদের মৃতু অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে স্বজনেরা।
হরিণাকুন্ডু থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে নিহতদের স্বজনরা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।