• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

সড়ক দুর্ঘটনায় দুই গরু ব্যবসায়ী নিহত


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৮, ২০২৪, ০৫:১২ পিএম
সড়ক দুর্ঘটনায় দুই গরু ব্যবসায়ী নিহত

নওগাঁর নিয়ামতপুরে ভুটভটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন সাতজন। 

সোমবার (৮ জুলাই) বেলা ১টার দিকে নিয়ামতপুর-টিএলবি রোডে শাংশৈল নামক স্থানে এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। 

নিহতরা হলেন নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরাপাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে শামীম (৩৮) ও একই ইউনিয়নের দামপুরা গ্রামের মনছের আলীর ছেলে শরিফুল ইসলাম (৫২)। 

আর আহতরা হলেন উপজেলার রসুলপুর ইউনিয়নের দামপুরা রাজবংশীপাড়ার আজিজুর রহমানের ছেলে তারেক (২৩), তার ভাই সিজান (১৮), বেলাল হাজির ছেলে মতিউর রহমান, জমশেদ আলীর ছেলে এনামুল হক, ফজলুল হকের ছেলে মোস্তফা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রসুলপুর ইউনিয়নের দামপুরা থেকে ছাতড়া গরুর হাটে গরু কেনার উদ্দেশ্যে যাওয়ার পথে একটি স্টিয়ারিং (ভুটভুটি) নিয়ামতপুর-টিএলবি রোডে শাংশৈল হাটের কয়েকশ গজ উত্তরে একটি কালভার্টের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে শরিফুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শামীম নামে আরেকজন মারা যান ।

গুরুতর আহত অবস্থায় সাতজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মাহমুদ বলেন, আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Link copied!