• ঢাকা
  • শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানি ১৪৪৬

ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনিতে দুই ভাই নিহত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০৮:১৪ এএম
ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনিতে দুই ভাই নিহত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডাকাতির সময় ধরা পড়ে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। তারা সম্পর্কে আপন ভাই।

বুধবার (৩০ অক্টোবর) রাত ৮টায় উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের খাপানিরবিলের রহনপুর রোডে  এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছে ভোলাহাট থানা পুলিশ।

নিহত ইয়াকুব (২২) ও আলমগীর (২৫) ভোলাহাট উপজেলার দূর্গাপুর কামারটোলা গ্রামের হবু শিল্পীর দুই ছেলে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, বড়জামবাড়ীয়ার খাপানিরবিল রহনপুর মহাসড়কে ডাকাতি করে একটি ডাকাত দল। পরে জনগনের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় ছোটজামবাড়ীয়া চামারপাড়ায় দুই ডাকাত ধরা পড়ে। এরপর সেখানেই গণপিটুনিতে এ দুজন মারা যায়। এ সময় অপর এক ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়।

ভোলাহাট থানার ওসি শাহীনুর রহমান জানান, জামবাড়ীয়া ইউনিয়নের কলমুগড়া নামক স্থানে পাকা রাস্তার ওপর ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে দুই ডাকাতের মৃত্যু হয়। তারা সম্পর্কে আপন দুই ভাই।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই ডাকাতের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!