• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৮, ২০২৩, ১২:৩২ পিএম
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

নীলফামারীর জলঢাকায় বিদ্যুৎস্পৃষ্টে চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার ট্যাংগনমারী রাজারহাট এলাকার আমেরতল গ্রামে একটি মুরগির খামারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার ট্যাংগনমারী এলাকার মৃত আমিনুর রহমানের ছেলে লিটন আহমেদ (৩৭) ও খালিশা খুটামারা তহসীলদারপাড়া গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে আনিছুর রহমান (৫২)। তারা সর্ম্পকে চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় স্কুলশিক্ষক কামরুজ্জামানের মুরগির খামারে দীর্ঘদিন ধরে কাজ করতেন আনিছুর রহমান। শুক্রবার সন্ধ্যায় খামারের ঘরে পড়ে থাকা তার সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আনিছুর। এ সময় তাকে বাঁচাতে চাচাতো ভাই লিটন এগিয়ে এলে তিনিও বিদ্যুতায়িত হন। পরে আশপাশের লোকজন দেখতে পেয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।

জলঢাকা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, “মরদেহ দুটি হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের লোকজন লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!