পাবনার চাটমোহরে টিসিবির পণ্যের কার্ড নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের মধ্যে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, পার্শ্বডাঙ্গা ইউনিয়নের হতদরিদ্রদের জন্য টিসিবি পণ্যের কার্ড বরাদ্দ হয়। এই তালিকা নিয়ে পার্শ্বডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহসিন আলী এবং সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেকের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
বুধবার তাদের দেওয়া তালিকা অনুযায়ী টিসিবির পণ্য বিতরণ করতে নির্বাহী কর্মকর্তাকে জানাতে আসে উভয় পক্ষ। এসময় একে অপরের সঙ্গে কথা কাটাকাটি এবং একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এতে ৫ জন আহত হন।
এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এইচ ইসলাম হীরা বলেন, “ঘটনাটি আমার জানা নেই। তবে বিএনপির নাম ভাঙিয়ে কেউ কোনো অপরাধ করলে বা দখলের চেষ্টা করলে দলীয়ভাবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেদুয়ানুল হালিম বলেন, “টিসিবির পণ্য সরকারি নিয়ম মেনে যাদের পাওয়ার কথা শুধু তারাই পাবে। আমার সরকারি নির্দেশের একচুলও অমান্য করব না। নিয়ম মেনেই সব কিছু চলবে।”