• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঈগল পাখির দুটি বাচ্চা উদ্ধার


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৩, ০৩:৫৭ পিএম
ঈগল পাখির দুটি বাচ্চা উদ্ধার

পাবনার ভাঙ্গুড়ায় দেশীয় প্রজাতির ঈগল পাখির দুটি বাচ্চা উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মণ্ডতোষ ইউনিয়নের দিয়ারপাড়া গ্রামের ফরহাদ আলীর বাড়ি থেকে বাচ্চা দুটি উদ্ধার করা হয়। বিকালে পাখি দুটি পাবনা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান, ওই গ্রামের ফরহাদ আলী ২০-২২ দিন আগে ভাঙ্গুড়া রেলস্টেশন সংলগ্ন কড়ই গাছের নিচে ঈগল পাখির দুটি বাচ্চা পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে লালন পালন শুরু করেন। মঙ্গলবার ভাঙ্গুড়া থানা পুলিশের সহযোগিতায় জাতীয় বন বিভাগের চাটমোহর উপজেলার কর্মকর্তা এ জাহিদ হোসেন পাখি দুটি উদ্ধার করে নিয়ে যান।

এ বিষয়ে চাটমোহর উপজেলা বন কর্মকর্তা এ জাহিদ হোসেন বলেন, “ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খানের নির্দেশনায় ঈগল পাখির বাচ্চা দুটি উদ্ধার করা হয়। বাচ্চা দুটি সুস্থ আছে। উদ্ধার করার পরপরই পাখি দুটি পাবনা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, ঈগল পাখির বাচ্চা দুটি উদ্ধার করে পাবনা বন বিভাগের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।

Link copied!