নীলফামারীর ডিমলায় অভিযান চালিয়ে এক হাজার ৩২৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার মোহাম্মদ আরাফাত ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
আটকরা হলেন ডিমলার ডালিয়া ক্লোজারপাড়া গ্রামের ইনতাজ আলীর ছেলে হুমায়ুন কবির (৩৪) এবং আদর্শ পাড়া গ্রামের মৃত বাবুল হোসেনের ছেলে সৈয়দ আলী (৩৫)।
র্যাব অধিনায়ক কমান্ডার মোহাম্মদ আরাফাত ইসলাম জানান, শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা উপজেলার তিস্তা ব্যারেজ এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করা হয়। আটকরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরাফাত ইসলাম বলেন, “বাংলাদেশকে মাদকমুক্ত রাখতে ‘চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এই স্লোগান সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। আমরা মাদকমুক্ত সমাজ গড়তে চাই। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণের সহায়তা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।”