শেরপুরের সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় ৮টি গরু, প্রসাধনী সামগ্রী ও মাদকসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
শনিবার (১ মার্চ) দুপুরে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে জেলার ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড় সীমান্ত এলাকা থেকে ওইসব ভারতীয় মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, সীমান্তের ঝিনাইগাতী ও নালিতাবাড়ীর হলদীগ্রাম, তাওয়াকুচা, রামচন্দ্রকুড়া, হাতিপাগাড় এবং ময়মনসিংহের বান্দরকাটা সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ভারতীয় আটটি গরু, ৫৪০ কেজি চিনি, ৫৭১ পিস ডাব সাবান, ১১৫২ পিস সানগ্লাস এবং ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। চোরাকারবারিরা অভিনব পন্থায় এসব ভারতীয় জিরা, চিনি ও ফেনসিডিল পাচারের চেষ্টা করছিল। এ সময় মাদককারবারি শুকুর ও রমজান আলীকে আটক করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার বলেন, “আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং সীমান্তবর্তী যে কোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। এই অভিযান অব্যাহত থাকবে।”