• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

বগুড়ার আলোচিত তুফান সরকার গ্রেপ্তার


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪, ০১:৩৭ পিএম
বগুড়ার আলোচিত তুফান সরকার গ্রেপ্তার
তুফান সরকার। ফাইল ছবি

বগুড়ার আলোচিত তুফান সরকারকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। সোমবার (২৩ ডিসেম্বর) রাত ৩টার দিকে বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকায় তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তুফান সরকার বগুড়া শহর শ্রমিক লীগের আহ্বায়ক ছিলেন। তিনি শহরের চকসূত্রাপুর এলাকার প্রয়াত মজিবর রহমান সরকারের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, নারী নির্যাতনসহ ২১টি মামলা আছে।

এর আগে ছাত্রী ধর্ষণ মামলায় ২০১৭ সালে গ্রেপ্তার হয়েছিলেন তুফান।

বগুড়ার পুলিশ সুপার (এসপি) জেদান আল মুসা জানান, তুফান সরকার দুদকের একটি মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে ৫টি হত্যাসহ ২১টি মামলা আছে। তিনি এতদিন আত্মগোপনে ছিলেন। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

গত ২৭ নভেম্বর বগুড়ার স্পেশাল জজ মোহাম্মদ শহীদুল্লাহ দুদকের মামলায় শুনানি শেষে তুফান সরকারকে সাজা দেন। তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৫৯ লাখ ৬৮ হাজার ১৮২ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ ছিল।

এর আগে ভালো কলেজে ভর্তির করিয়ে দেওয়ার কথা বলে ২০১৭ সালের ১৭ জুলাই এক ছাত্রীকে বাসায় নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে তুফান সরকারের সাবেক স্ত্রীর বড় বোন তৎকালীন পৌর কাউন্সিলর মারজিয়া এবং তুফানের সাবেক স্ত্রী ওই মেয়ে ও তার মাকে তুলে নিয়ে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেন। খবর পেয়ে পুলিশ মা-মেয়েকে উদ্ধার করে প্রথমে মারজিয়া ও পরে তুফান সরকারসহ সহযোগীদের আটক করে। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে ওই সময় থানায় ধর্ষণ মামলা করেন। এ মামলায় দীর্ঘ সময় কারাগারে ছিলেন তুফান সরকার। পরে বাদীর সঙ্গে আপস করে কারাগার থেকে বের হয়ে আসেন তুফান।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!