• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

মামাকে নতুন বউ দেখাতে ভারতে প্রবেশের চেষ্টা, অতঃপর…


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪, ০৯:৫২ পিএম
মামাকে নতুন বউ দেখাতে ভারতে প্রবেশের চেষ্টা, অতঃপর…

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় স্বামী-স্ত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে কয়া সীমান্তের ২৮১ নম্বর মেইন পিলারের ৪৯ নম্বর সাব পিলাররের কাছ থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—শরিফুল আহাম্মেদ (২৮) ও তার স্ত্রী লাভলী খাতুন (২০)। তারা দিনাজপুরের বিরল উপজেলা সদরের বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার বিজিবি সদস্যরা কয়া সীমান্ত এলাকা টহল দিচ্ছিলেন। বেলা ১১টার দিকে সীমান্তের ২৮১ নম্বর মেইন পিলারের ৪৯ নম্বর সাব পিলারে অদূরে দুইজন নারী-পুরুষকে দেখতে পেয়ে আটক করা হয়।

আটক ব্যক্তিরা নিজের স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দেন। তারা আট মাস আগে বিয়ে করেছেন। শরিফুলের মামা বাড়ি ভারতে। মামাকে তার নতুন বউ দেখাতে দালালের মাধ্যমে ভারতে যাওয়ার চুক্তি করেছিলেন। দালালের কথামতো তারা ভারতে যেতে সীমান্তে এসেছিলেন বলে বিজিবির কাছে স্বীকার করেছেন।

বিজিবির কয়া বিওপির কোম্পানি কমান্ডার নাঈমুল ইসলাম বলেন, ভারতে অনুপ্রবেশের সময় স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সন্ধ্যায় পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, বিজিবি পাসপোর্ট আইনে মামলা দিয়ে দুইজনকে থানায় দিয়েছে। আগামীকাল আদালতে পাঠানো হবে।

Link copied!