• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

লিগ্যাল এইড সেবায় আস্থা বাড়ছে


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩, ০১:৫৪ পিএম
লিগ্যাল এইড সেবায় আস্থা বাড়ছে

আপসে ভূমি বিরোধ মীমাংসায় নজির গড়েছে রাঙামাটি লিগ্যাল এইড অফিস। দেশে প্রথমবারের মতো নালিশি জমিতে সরেজমিনে গিয়ে বিরোধ মীমাংসা সভা কার্যক্রমের সুফল পাওয়া শুরু করেছে রাঙামাটি বিচারপ্রার্থীরা।

লিগ্যাল এইড অফিস সূত্রে জানা যায়, ২০২২ ও ২০২৩ সালের প্রথম দুই মাসের নিষ্পত্তির পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায় গত ১৪ মাসে লিগ্যাল এইড অফিস রাঙামাটি কর্তৃক ১ হাজার ৯৫টি বিরোধ আপসে মীমাংসার চেষ্টা করে দ্রুততম সময়ে নিষ্পত্তি করা হয়েছে। এতে ১৯০টি দেওয়ানি, ৭৭টি ফৌজদারি ও ১১২টি পারিবারিক বিরোধ প্রিকেস অর্থাৎ বিচারের আগেই বিনা খরচে সফলভাবে মীমাংসা করা হয়েছে। পাশাপাশি আপসে বিরোধ মীমাংসার মাধ্যমে নগদ টাকা আদায় হয়েছে ১ কোটি ২২ লাখ চার হাজার ৯৪ টাক। বিনা খরচে এই টাকাগুলো পেয়েছেন ভুক্তভোগী বিচারপ্রার্থীরা।

এ সময়ে বিভিন্ন আদালতে বিচারাধীন ১৩টি সিভিল, ১৭টি ফৌজদারি ও একটি পারিবারিক মামলা সফলভাবে মীমাংসা করা হয়েছে।

এ বিষয়ে রাঙামাটি জেলার লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ বলেন, “লিগ্যাল এইড অফিসে জনবল ও পুরো জেলায় যাতায়াতের জন্য যানবাহন পাওয়া গেলে এই সেবা আরও ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।”

Link copied!