• ঢাকা
  • শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানি ১৪৪৬

সংঘর্ষের পর চায়ের দোকানে ঢুকে গেল ট্রাক, নিহত ১


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০৯:১৩ পিএম
সংঘর্ষের পর চায়ের দোকানে ঢুকে গেল ট্রাক, নিহত ১

পাবনায় দুই ট্রাকের সংঘর্ষ হয়েছে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সড়কের পাশের চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টার দিকে পাবনা- রাজশাহী মহাসড়কে সিঙ্গা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম (৪০)। তিনি সদর উপজেলার টেবুনিয়ার বয়রা কাশিনাথপুরের নসিমুদ্দিনের ছেলে। আহতরা হলেন দোকানদার টিটু ও মোস্তাকিন হোসেন।

স্থানীয় সূত্র জানা যায়, টার্মিনাল ও গাছপাড়াগামী দুটি ট্রাক সিঙ্গাবাইপাস কমিউনিটি হাসপাতাল গেইটের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। একটি ট্রাক সড়কের পাশে থাকা চায়ের দোকানে ঢুকে পড়লে দোকানে থাকা সিরাজুল নামে একজন নিহত হন। এসময় আরও দুজন গুরুতর আহত হলে। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনালের হাসপাতালে ভর্তি করেন।

পাবনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার জাকির হোসেন ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ করছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Link copied!