ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর এলাকায় তরমুজবাহী ট্রাক, মোটরসাইকেল ও রিকশার ত্রিমুখী সংঘর্ষে দুই মারা গেছেন। রোববার (১৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোটরসাইকেল আরোহী সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের নয়ন শেখ (২২) ও রিকশাচালক একই ইউনিয়নের মদনদিয়া গ্রামের মো. শাহজাহান (৫১)।
করিমপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, ফরিদপুর থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী একটি তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী নয়ন শেখ ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া রিকশাচালককে আহত অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।