• ঢাকা
  • শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৪ মাঘ ১৪৩০, ১৯ রজব ১৪৪৬

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু


বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ০৩:২৫ পিএম
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু
সড়ক দুর্ঘটনা। ছবি : সংবাদ প্রকাশ গ্রাফিক্স

বান্দরবানের আলীকদম উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১টায় উপজেলার চৈক্ষ্যং ইউপির তারাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. বেলাল (৩০), মো. মিনহাজ (১৮) ও মো. ছৈয়দ আমিন (৪৫)।

স্থানীয়রা জানান, কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে আলীকদম সদরে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন ওই ৩ যুবক। পথে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তারাবুনিয়া এলাকায় মোটরসাইকেলটি এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও দুই আরোহীর মৃত্যু হয়।

তথ্যটি নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দীন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

বান্দরবানের পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ কাওছার জানান, তিনজনের মরদেহ উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। মোটরসাইকেলকে ধাক্কা দেওয়া ট্রাক জব্দ করলেও চালক পালিয়ে গেছেন। তবে তাকে আটকের জন্য পুলিশ কাজ করছে।

Link copied!