লালমনিরহাটের হাতীবান্ধায় দক্ষিণ পারুলিয়া এলাকায় বসতবাড়িতে ঢুকে পড়া ট্রাকের চাপায় নুরী বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে তার নাতি আব্দুল্লাহ (৩)।
সোমবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার হাতীবান্ধা পাটিকাপাড়া বটতলা এলাকায় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার ভোরে একটি সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ঘরে ধাক্কা দিয়ে উল্টে যায়। পরে খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় লোকজন অভিযান চালায়। প্রায় দেড় ঘণ্টা অভিযানের পর জীবিত অবস্থায় শিশু আব্দুল্লাহকে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। তবে দাদি নুরী বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এসময় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ইনচার্জ ইমরান হোসেন বলেন, মহাসড়কের পাশেই একটি বাড়িতে সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভেতরে ঢুকে উল্টে যায়। এ সময় আহত এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এক নারীর মরদেহ উদ্ধার হয়।
হাতীবান্ধা হাইওয়ে থানার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, “শিশু আব্দুল্লাহকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নুরী বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি আমাদের জিম্মায় রয়েছে।”