• ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১, ৯ শাওয়াল ১৪৪৬

ট্রাক-বাসের সংঘর্ষ, নিহত ৩, আহত ৫০


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০৮:৫১ এএম
ট্রাক-বাসের সংঘর্ষ, নিহত ৩, আহত ৫০
ছবি : সংগৃহীত

রাজশাহীর খড়খড়িতে একটি ট্রাকের সঙ্গে দুটি বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। এ সময় একটি বাস রাস্তার পাশে খাদে পড়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ জেলার রাণীহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা পিরোজপুর যাওয়ার পথে রোববার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন জুয়েল আহমেদ (৪০), নাসিম উদ্দিন (৪৫) ও মিজানুর রহমান (৩২)। তাঁদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার রাণীহাটি ইউনিয়নের ঘোড়া পাখিয়া গ্রামে। আহতদের পরিচয় প্রাথমিকভাবে পাওয়া যায়নি।

জানা যায়, জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলার রাণীহাটি ইউনিয়নের নেতা-কর্মীরা ভ্রমণ ও জিয়ারত করতে দুটি বাসে রওনা দেয়। সফরের গন্তব্য ছিল আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মুহম্মদ মোজাহিদ, কাদের মোল্লার কবর জিয়ারত, পদ্মা সেতু ও বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে যায়। আর অপর বাস ও ট্রাক সড়কের ওপরে মুখোমুখি অবস্থায় ছিল। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের রামেক হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার সাবিনা ইয়াসমিন দুর্ঘটনায় তিনজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থায় আশঙ্কাজনক।

Link copied!