ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাক-অটোভ্যানের সংঘর্ষে এক অটোভ্যানচালক নিহত হয়েছেন।
সোমবার (২ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার কাদেরদী উচ্চবিদ্যালয়ের সামনে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোভ্যানচালকের নাম এলেম শেখ (৪৫)। তিনি পার্শ্ববর্তী মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের ফুলবাড়ী দস্তরদিয়া গ্রামের মৃত জলিল শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার কাদিরদী উচ্চ বিদ্যালয়ের সামনে বোয়ালমারীগামী একটি ট্রাক বিপরীতমুখী অটোভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানচালক এলেম শেখ ঘটনাস্থলে মারা যান। এ সময় দ্রুতগামী ট্রাকটি পালানোর সময় ফরিদপুরগামী একটি প্রাইভেট কারের সঙ্গে ফের সংঘর্ষ হয় এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পরপরই ট্রাক ও প্রাইভেট কারের চালক গাড়ি ফেলে পালিয়ে যান। এ সময় ট্রাকের চালকের সহযোগী রাজু মিয়াকে (২৮) স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। চালকের সহযোগী রাজু রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে।
খবর পেয়ে বোয়ালমারী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলেম শেখকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ট্রাক ও প্রাইভেট কারের ড্রাইভার গাড়ি ফেলে পালিয়ে যান। ঘাতক ট্রাক ও প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।