• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঝিনাইদহে মিছিল শেষে ট্রাক ও লেগুনা ভাঙচুর, আটক ৩


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৩, ০৩:১৭ পিএম
ঝিনাইদহে মিছিল শেষে ট্রাক ও লেগুনা ভাঙচুর, আটক ৩
ক্ষতিগ্রস্ত ট্রাক। ছবি : সংবাদ প্রকাশ

ঝিনাইদহের কালীগঞ্জে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় একটি ট্রাক ও একটি লেগুনা ভাঙচুর করা হয়।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। 

স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে বাসস্ট্যান্ডসংলগ্ন ব্রিজ থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা একটি ট্রাক ও একটি লেগুনা ভাঙচুর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিনসহ তিনজনকে আটক করেছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ জানান, অবরোধকারী বিক্ষিপ্তভাবে একটি মিছিল বের করে। এ সময় তারা একটি ট্রাক ও একটি লেগুনা ভাঙচুর করেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!