মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য আক্তার শিকদারসহ তিনজন নিহতের ঘটনায় করা দুটি মামলায় পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে ১০ আসামিকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (৬ জানুয়ারি) রাতে মাদারীপুরের কালকিনি ও গাজীপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. ফয়সাল তালুকদার (৩০), মো. রবিউল তালুকদার (২০), অমিত তালুকদার (২২), সম্রাট তালুকদার (১৯), মাহাবুব আলম মুকুল বেপারী (৪৫), মো. বেলায়েত মৃধা (৪৮)। বাকিদের নাম জানা যায়নি।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, ইউপি সদস্য আক্তার শিকদারসহ তিনজন নিহতের ঘটনায় থানায় দুইটি হত্যা মমালা হয়েছে। ওই মামলায় অভিযান চালিয়ে ইতোমধ্যে ১০জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর ভোরে আধিপত্য বিস্তার আর স্থানীয় কোন্দলের জেরে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও সহযোগী সিরাজ চৌকিদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।
এ ঘটনায় নিহতের পরিবার কালকিনি থানায় পৃথক ২টি হত্যা মামলা করে নিহতের পরিববার। দুই মামলায় বাঁশগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে প্রধান করে ৯৯ জনকে আসামি করা হয়। এছাড়া আরও দেড় শতাধিক ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।