১০ দফা দাবিতে রাজশাহীতে চলছে পরিবহন ধর্মঘট। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। সকাল থেকে জেলার দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এদিকে বিএনপি নেতাদের অভিযোগ, ৩ ডিসেম্বর তাদের বিভাগীয় গণসমাবেশ। সেই সমাবেশ বানচাল করতে পরিবহন ধর্মঘট ডাক দেওয়া হয়েছে।
পরিবহন ধর্মঘটের কারণে আগেভাগেই বিভিন্ন জেলা আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। সমাবেশের তিন দিন আগেই চাল-ডাল ও রান্নার সামগ্রী নিয়ে রাজশাহীতে হাজির হন দলটি নেতাকর্মীরা।
বিএনপির গণসমাবেশকে সামনে রেখে বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যার পর থেকে কঠোর অবস্থানে পুলিশ প্রশাসন। নগরীর বিভিন্ন পয়েন্ট বসানো হয়েছে চেক পোস্ট। কোনো ধরনের যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না শহরে। প্রায় ১০ কিলোমিটার রাস্তা হেঁটে মাদ্রাসা মাঠের দিকে যাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে দেখা গেছে, বিএনপির সমাবেশে আসা নেতাকর্মীরা মাদ্রাসা মাঠের পাশের সড়কে অবস্থান নিয়েছেন। কেউ কেউ আবার অবস্থান করছেন মাদ্রাসা মাঠের পাশে ঈদগাহ মাঠে। অনেকেই রাত যাপনের জন্য তৈরি করছেন তাঁবু। কেউবা ব্যস্ত খাবার তৈরিতে।
এদিকে পরিবহন ধর্মঘট চলায় সাধারণ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। নাবিউল রহমান নামের এক যাত্রী বলেন, “বিশেষ প্রয়োজনে পাবনা যাওয়ায় জন্য রাজশাহী বাসস্ট্যান্ডে এসেছিলাম। কিন্তু যেতে পারলাম না। বাড়ি ফিরে যাচ্ছি।”
সমাবেশে যোগ দিতে আসা বিএনপির নেতাকর্মীরা বলেন, যতই বাধা আসুক না, সমাবেশকে সফল করেই ঘরে ফিরবেন তারা।