গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশনের পাশে মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘ট্রেনের পাওয়ার কারে আগুন লাগার খবর পেয়েছে। যে স্টেশনের কাছে আগুন লেগেছে, সেটি পরিত্যক্ত। এ বিষয়ে জেনে বিস্তারিত জানাব।’’