• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আলফাডাঙ্গায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০৯:১৬ পিএম
আলফাডাঙ্গায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা

ফরিদপুরের আলফাডাঙ্গায় ঐতিহ্যের নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার বেলবানা বাজার সংলগ্ন বিস্তৃত জলাশয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বানা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে প্রতিযোগিতায় ছোট-বড় সাতটি নৌকা অংশ নেয়। বাইচ শেষে এক অনুষ্ঠানের মাধ্যমে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

আয়োজক কমিটি সূত্র জানায়, বাঙালির চিরায়ত সংস্কৃতির প্রাচীনতম এ উৎসব উপভোগ করতে শিশু-কিশোর, নারী-পুরুষ, বৃদ্ধ নির্বিশেষে সবাই আনন্দে মেতে ওঠে। দুপুর থেকে গোটা এলাকাজুড়ে হাজারো মানুষের ঢল নামে। বাইচ দেখতে উৎসুক মানুষের সমাগমের মধ্য দিয়ে সৃষ্টি হয় এক উৎসবমূখর পরিবেশ।

বোয়ালমারী আল-হাসান মহিলা মাদরাসার সুপার মো. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান আব্বাস, পৌর বিএনপির আহ্বায়ক রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুজ্জামান খসরু প্রমুখ উপস্থিত ছিলেন।

Link copied!