• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

আলফাডাঙ্গায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০৯:১৬ পিএম
আলফাডাঙ্গায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা

ফরিদপুরের আলফাডাঙ্গায় ঐতিহ্যের নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার বেলবানা বাজার সংলগ্ন বিস্তৃত জলাশয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বানা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে প্রতিযোগিতায় ছোট-বড় সাতটি নৌকা অংশ নেয়। বাইচ শেষে এক অনুষ্ঠানের মাধ্যমে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

আয়োজক কমিটি সূত্র জানায়, বাঙালির চিরায়ত সংস্কৃতির প্রাচীনতম এ উৎসব উপভোগ করতে শিশু-কিশোর, নারী-পুরুষ, বৃদ্ধ নির্বিশেষে সবাই আনন্দে মেতে ওঠে। দুপুর থেকে গোটা এলাকাজুড়ে হাজারো মানুষের ঢল নামে। বাইচ দেখতে উৎসুক মানুষের সমাগমের মধ্য দিয়ে সৃষ্টি হয় এক উৎসবমূখর পরিবেশ।

বোয়ালমারী আল-হাসান মহিলা মাদরাসার সুপার মো. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান আব্বাস, পৌর বিএনপির আহ্বায়ক রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুজ্জামান খসরু প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!