• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

টানা ছুটিতে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৪, ১২:২২ পিএম
টানা ছুটিতে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল

দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিনের ছুটিতে প্রাণ ফিরে পেয়েছে পর্যটন স্পটগুলো। সমুদ্র সৈকত, ঝর্ণায় আগমন হয়েছে লাখো পর্যটকের। বেশিরভাগ হোটেল-মোটেলের রুম বুকিং হয়েছে। মাঝারি মানের হোটেলগুলোতেও কোনো কক্ষ খালি নেই। ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে উৎসবে মেতে উঠেছে পর্যটকরা। সমুদ্র সৈকতের পাশাপাশি পরিবার পরিজন নিয়ে দর্শনীয় জায়গায় ঘুরে বেড়াচ্ছেন।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও রাজনৈতিক পটপরিবর্তনের কারণে পর্যটকশূন্য হয়ে পড়েছিল কক্সবাজার। ১২০ কিলোমিটার সৈকতজুড়ে ছিল না পর্যটকের আনাগোনা। ১৩ অক্টোবর কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হবে দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন অনুষ্ঠান। যেখানে ১ থেকে ২ লাখ দর্শনার্থীর উপস্থিতি হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

পর্যটকদের আগমনে আগের ক্ষতি পুষিয়ে নেয়ার আশা ব্যবসায়ীদের। জেলায় সাড়ে ৪ শতাধিক হোটেল-মোটেল বেশিরভাগই এখন পরিপূর্ণ।

কক্সবাজারে ঘুরতে আসা এক পর্যটক বলেন, পরিবার নিয়ে ঘুরতে এসেছি ভালো লাগছে। আরেক পর্যটক বলেন, ঘুরতে এসে আনন্দ উপভোগ করছি। চারপাশের আবহাওয়াটা সুন্দর।

যাত্রী চাহিদা বিবেচনায় দুর্গাপূজার ছুটিতে ঢাকা-কক্সবাজার রুটে একটি বিশেষ যাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আসা-যাওয়ায় নিয়মিত দুই জোড়া ট্রেনের পাশাপাশি ১০ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বিশেষ এই ট্রেন চলাচল করবে। এ সংক্রান্ত শিডিউল প্রকাশ করেছে রেলওয়ে।

ঢাকা থেকে রাতে কক্সবাজারগামী বিশেষ ট্রেনটিতে আসন থাকবে ৫১৮টি। তবে দিনের বেলা কক্সবাজার থেকে ঢাকামুখী ট্রেনে আসন সংখ্যা থাকছে ৬৩৪টি। ট্রেনটি ১০ অক্টোবর রাত ১১টায় ঢাকা থেকে ছেড়ে পরদিন সকাল ৭টা ৩০ মিনিটে কক্সবাজার পৌঁছাবে। ১৩ তারিখ পর্যন্ত ট্রেনটি কক্সবাজারে যাত্রী পরিবহন করবে।

কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রাব্বানী জানিয়েছেন, টানা ছুটির কারণে যাত্রী চাহিদার বিষয়টি প্রাধান্য দিয়ে ঢাকা-কক্সবাজার রুটে চারদিনে মোট একটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। দূরত্ব বেশি হওয়ায় ঢাকা থেকে কক্সবাজার রুটে যাত্রীরা ট্রেনের নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণের এই সুযোগ পাচ্ছে। যেখানে ইতিমধ্যে সব টিকিটই বুকিং হয়ে গিয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় প্রস্তুত ট্যুরিস্ট পুলিশ। পর্যটকদের জানমাল রক্ষাসহ যেকোনো হয়রানি রোধে সাদা পোশাকে পুলিশ ও মোবাইল টিমের পাশাপাশি ড্রোনের মাধ্যমেও সমুদ্র সৈকতের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

সেনাবাহিনী, জেলা প্রশাসন, জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে দর্শনার্থী এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে বলে জানায় ট্যুরিস্ট পুলিশ।

Link copied!