চট্টগ্রামের আকবর শাহ এলাকায় পাহাড় ধসে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় চাপা পড়েছেন আরও কয়েকজন।
শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যার দিকে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। বৃষ্টি না হলেও পাহাড়ের পাদদেশ কাটার কারণে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আহতদের কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, হাসপাতালে একজনের মরদেহ নেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে আরও দুইজনের মরদেহ রয়েছে। ধ্বংসস্তুপের নিচে আরও কয়েকজন চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মালেক বলেন, “আমরা কাজ করছি। ২ জনকে উদ্ধার করা হয়েছে। ৩ জন হাসপাতালে মারা গেছে বলে জানতে পেরেছি।”
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর জানান, পাহাড় কেটে রাস্তা করার সময় শ্রমিকদের ওপর পাহাড় ধসে পড়ে। ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে। হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তবে দুর্ঘটনাস্থল থেকে একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।