• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৫, ২০২৩, ১১:৩৯ এএম
বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে সিরাজগঞ্জ শহর থেকে হাটিকুমরুল গোলচত্বরের দিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি বাস। বাসটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান এক যাত্রী। আহত হন অটোরিকশাচালকসহ আরও পাঁচজন।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক শিশুসহ আরও দুজনকে মৃত ঘোষণা করেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!