ফেনীতে সরস্বতী পূজা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে দাগনভূঞা উপজেলার বেকের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই নোয়াখালীর জেলার বাসিন্দা। পূজা দেখার জন্য তারা ফেনী এসেছিলেন।
নিহতরা হলেন-নোয়াখালী জেলার বসুরহাট জুগিদিয়া গ্রামের কৃষ্ণ ঘোষের ছেলে এসএসসি পরীক্ষার্থী অন্তর ঘোষ (১৮), বেগমগঞ্জ থানার আলিপুর গ্রামের কৃষ্ণ গোপালের ছেলে সৌরভ (২৩) ও কোম্পানিগঞ্জ উপজেলার বিরহিমপুর গ্রামের মনোরঞ্জন বৈষ্ণবের ছেলে দেবু বৈষ্ণব (২১)।
নিহতদের স্বজনরা জানায়, রাত ৮টার দিকে নিহত তিনজন একটি মোটরসাইকেলযোগে ফেনী থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে বেকেরবাজার সংলগ্ন আশ্রাফপুর এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা স’মিলের গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গেলে দুজনের ওপর দিয়ে একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে সৌরভ ও দেবুর মৃত্যু হয়েছে।
এছাড়া গুরুতর আহত অবস্থায় অন্যজনকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
নিহত অন্তর ঘোষের স্বজন প্রিয়াঙ্কা ঘোষ বলেন, তারা তিন বন্ধু পূজা দেখতে নোয়াখালী থেকে ফেনীতে এসেছিল। পূজা দেখে বাড়ি ফেরার পথে দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় তারা মারা যায়।
ফেনী মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুর রশীদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে। অন্য একজনকে গুরুতর আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।