• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩, ২০২৩, ০১:২১ পিএম
বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু
স্বজনদের কান্না

ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত অ্যালকোহল পান করে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, কালীগঞ্জ শহরের শ্রীলক্ষী সিনেমা হলের সামনে নদীপাড়ার হারুন-অর রশিদের ছেলে জাহাঙ্গীর খাঁ (৩৫), একই এলাকার অনিল কুমারের ছেলে বিপুল কুমার (৪৫) ও ঢাকালে পাড়ার খোকন মিয়ার ছেলে রাজিব হোসেন (২৫)।

নিহত বিপুল কুমারের ভাই নির্মল কুমার জানান, বৃহস্পতিবার (২ মার্চ) রাতে তার প্রেসার লো হয়ে অসুস্থ হয়ে পড়ে। পড়ে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম জানান, বৃহস্পতিবার রাতে নিহতরা সবাই কালীগঞ্জ মেইন বাস্টান্ডের রেজা হোমিও হল থেকে এ্যালকোহল পান করে। এরপর অসুস্থ হয়ে মারা যায়। আমি সেই হোমিও হলে লোক পাঠিয়েছিলাম তবে এখন সেটি বন্ধ করে তারা পালিয়েছে। আমার ধারণা অ্যালকোহল পানে তাদের মৃত্যু হয়েছে। তদন্ত করলে সত্যিটা বেরিয়ে আসবে।  

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা বলেন, “শুনেছি বিষাক্ত অ্যালকোহল পান করার কারণে এমনটি ঘটেছে।” 

Link copied!