• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

ফরিদপুরে তিন দিনব্যাপী হিম উৎসব


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৪, ০৫:৩৩ পিএম
ফরিদপুরে তিন দিনব্যাপী হিম উৎসব
হিম উৎসব উপলক্ষে বাহারি সমাহার নিয়ে বসেছেন উদ্যোক্তারা। ছবি : প্রতিনিধি

ফরিদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী হিম উৎসব। জেলার নারী-পুরুষ উদ্যোক্তাদের অংশগ্রহণে উৎসবটি মিলন মেলায় পরিণত হয়েছে। নানা ধরনের পিঠাপুলি, আচার, পোশাক ও কুটির শিল্পের বাহারি সমাহার নিয়ে বসেছেন উদ্যোক্তারা। নিজ হাতে তৈরি সামগ্রী রয়েছে হিম উৎসবে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল প্রাঙ্গণে ওয়ার্কহলিক ফরিদপুরিয়ানের আয়োজনে তৃতীয়বারের মতো তিন দিনব্যাপী এ হিম উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার। উদ্বোধন শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখেন জেলা প্রশাসক। আগামীকাল শনিবার (১০ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে এই উৎসব।

এবারের উৎসবে থাকছে জেলার ক্ষুদ্র উদ্যোক্তাদের নিজ হাতে তৈরি বিভিন্ন সামগ্রী। জেলার সব উদ্যোক্তাকে এক কাতারে আনতেই এই উৎসবের আয়োজন। বছরজুড়ে উদ্যোক্তারা অনলাইনে পণ্য বিক্রি করে থাকেন। এছাড়াও থাকছে মঞ্চে কবিতা আবৃত্তি, গান পরিবেশনসহ লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!