• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাজারে ১১ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪, ০৩:৩৭ পিএম
মাজারে ১১ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩

জামালপুরের মেলান্দহে উপজেলার দুরমুঠ মাজার থেকে ১১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহ কামাল (রহ:) এর মায়ের মাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মানিকগঞ্জের মো. রেজাউল করিম (৫৭), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাচমারা গ্রামের আশরাফুল ইসলাম (৪৫) এবং কুষ্টিয়ার মিরপুর উপজেলার মোহাম্মদ উজ্জ্বল মিয়া (৪০)।

পুলিশ জানায়, ‘দুরমুঠ হযরত শাহ কামালের মায়ের মাজারের মেলায় মাদক বেচাকেনা হচ্ছে’- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে প্লাস্টিকের ব্যাগে আশরাফুল ইসলামের কাছে ৫ কেজি, রেউজাল করিমের কাছে ৩ কেজি, উজ্জ্বল মিয়ার কাছে ৩ কেজি গাঁজা উদ্ধার হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ বলেন, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Link copied!