ফরিদপুরে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২৯ ডিসেম্বর) ফরিদপুরের কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে জেলা সদরের গেরদা ইউনিয়নের গেরদা গ্রামের সৈয়দ আবুল হোসেনের বসত বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশে একটি বাগানে এ ঘটনা ঘটে।
পিটুনিতে নিহত ওই ব্যক্তির নাম মো. মিল্লাত চৌধুরী (৩১)। তিনি গেরদা গ্রামের চৌধুরী পাড়া এলাকার বাসিন্দা মৃত আব্দুল আলিম ওরফে বাবুল চৌধুরীর ছেলে।
নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার একজন জানান, “গেরদা গ্রামের একটি বাড়ির চারপাশে সিসি ক্যামেরার সংযোগ দেওয়া ছিল। এ সংযোগ মোবাইলে ফোনের সঙ্গে যুক্ত ছিল। মোবাইলে চোর দেখে বাড়ির লোকজন ধাওয়া দিয়ে চোরকে ধরে ফেলেন। পরে এলাকার অন্তত ৫০/৬০ জন লোক তাকে পিটুনি দেয়।
গেরদা ইউনিয়নের ইউপি সদস্য পারভেজ মিয়া বলেন, মিল্লাত চৌধুরী মাদকসেবী এবং এলাকায় দুষ্ট প্রকৃতির লোক হিসেবে চিহ্নিত। চুরি করতে গিয়ে তিনি ধরা পড়ে পিটুনীর শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ফরিদপুরের কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, গেরদায় এক চোরকে ধরে পিটুনী দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ওসি আরও জানান, নিহত মিল্লাত চৌধুরী নামে মাদক আইনে একটি ও চুরির দায়ে দুটিসহ মোট তিনটি মামলা রয়েছে।