• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

মিটার চুরি করে চিরকুট রেখে গেল চোর


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৬, ২০২৪, ০৩:৩৬ পিএম
মিটার চুরি করে চিরকুট রেখে গেল চোর

‘চুরি যাওয়া মিটার ফেরত পেতে ফোন করুন’ চিরকুট লিখে পলিথিনে মুড়িয়ে রেখে যায় চোরচক্র। ওই চিরকুটে থাকা নম্বরে ফোন করলে বিকাশ বা নগদ নম্বরে টাকা চাওয়া হয়। টাকা পাঠানোর পর মিটার কোথায় পাওয়া যাবে, তা বলে দেওয়া হয়।

শুক্রবার (৫ জুলাই) রাতে নাটোরের গুরুদাসপুর উপজেলা গারিষাপাড়া, গোপালের মোড়সহ বেশ কয়েকটি এলাকার প্রায় ৩৬টি বৈদুতিক মিটার চুরির ঘটনা ঘটে।

মিল মালিক রবিউল করিম জানান, মিটার চুরির ঘটনা নতুন নয়। দীর্ঘদিন ধরে চাতাল ব্যবসায়ী, মিল, কল কারখানার মালিকদের মিটার চুরি করে বিকাশে ৪-৫ হাজার টাকা নিয়ে মিটার ফেরত দেয় চোরচক্র। তার মিটার আগেও একবার চুরি হয়েছিল। মিটারের নিচে রেখে যাওয়া নম্বরে কল দিলে বিকাশ নম্বর দেয়। সেই নম্বরে আগেও চার হাজার টাকা পাঠিয়েছিলেন। 

তারপর চোরের দেওয়া তথ্য অনুসারে, গুমানী নদীর তীরবর্তী স্থান থেকে মিটার সংগ্রহ করেছিলেন তিনি।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (গুরুদাসপুর জোনাল অফিস) এর ডিজিএম মো. মোমিনুর রহমান বিশ্বাস বলেন, তথ্য অনুযায়ী গোপালের মোড় থেকে ১৩টি মিটার চুরি হয়েছে। তবে এর বেশি চুরি হয়েছে কিনা এটা এখনো নিশ্চিত হতে পারিনি। ক্ষতিগ্রস্ত সকল গ্রাহককে থানা পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

Link copied!