চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কানু নামের এক ডাকাতের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় তিনজনকে গ্রেপ্তার ও ৭টি চোরাই গরু উদ্ধার করা হয়।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মো. রেজাউল করিম।
এর আগে মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের পলাশবাড়ী আড়গাড়াহাট গ্রাম থেকে গরুগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার ধোবড়া এলাকার মৃত কাছিমুদ্দিনের ছেলে মো. কানু (৪৫), মৃত সাজেমানের ছেলে শরিফুল ইসলাম (২৫) ও ইয়াসিন গোরামের ছেলে মো. রাকিব (২৫)।
পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, দাইপুখুরিয়া ইউনিয়নের আড়গাড়াহাটে এলাকায় কানু ডাকাতের বাড়িতে চোরাই গরু বিক্রি হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) অভিযান চালিয়ে সাতটি চোরাই গরু, একটি পিকআপ, একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে শিবগঞ্জ থানার এসআই মো. আব্দুল আলীম বাদী হয়ে মামলা করেছেন। এছাড়া তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্যসহ বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে।