গাড়িতে সংবাদমাধ্যমের স্টিকার লাগিয়ে গাঁজা সরবরাহের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৮ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন ।
এর আগে রোববার (৭ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার সিমা ডাইং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় ‘সিএনএন বাংলা টিভি’ ও ‘মাতৃভূমির খবর’ স্টিকার সম্বলিত একটি কালো মাইক্রো জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন গোপালগঞ্জের সুলতানশাহী এলাকার মৃত আক্কাস মোল্লার ছেলে তাজুল ইসলাম (৩৫) এবং নরসিংদীর পলাশ এলাকার মৃত আব্দুল গণি মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন (২৮)।
ওসি আবু বকর সিদ্দিক জানান, গ্রেপ্তার ব্যক্তিরা পেশায় সাংবাদিক নন। তারা দুজনই মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের স্টিকার লাগিয়ে মাদক পাচারের কাজ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে।