• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

কবরস্থানে পড়ে ছিল রিভলভার ও গুলি


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৪, ০৯:১৬ পিএম
কবরস্থানে পড়ে ছিল রিভলভার ও গুলি

সিরাজগঞ্জ পৌর শহরের মালশাপাড়া কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলভার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে যৌথবাহিনীর অভিযানে পৌর মালশাপাড়া কবরস্থান থেকে রিভলভার ও গুলি উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কবরস্থানে আগ্নেয়াস্ত্রটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে বিকেল ৩টার দিকে একটি রিভলভার ও এক রাউন্ড গুলি উদ্ধার করে যৌথবাহিনী।

অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান শুরু করেছে যৌথবাহিনী। এ ঘটনায় ভয়ে কেউ আগ্নেয়াস্ত্রগুলো কবরস্থানে ফেলে রেখে যেতে পারেন বলে ধারণা পুলিশের।

ওসি হুমায়ুন কবির বলেন, কবরস্থান থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের বিষয়টি নিয়ে তদন্ত চলছে। খুব শিগগির এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!