• ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২, ১৯ শাওয়াল ১৪৪৬

বাড়িওয়ালার হাত-পা বেঁধে ফ্ল্যাটে ডাকাতি


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫, ০৭:০৭ পিএম
বাড়িওয়ালার হাত-পা বেঁধে ফ্ল্যাটে ডাকাতি

গাজীপুর মহানগরীর পূবাইলে ফ্ল্যাট বাড়ির গ্রিল কেটে গৃহকর্তা ও ভাড়াটিয়া পরিবারের সবার হাত-পা চোখ বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর ৪টা থেকে শুরু করে ফজরের আজানের আগ মূহুর্ত পর্যন্ত পূবাইল থানার ৩৯নং ওয়ার্ডের হায়দরাবাদ এলাকার দিঘিরপাড় বদুর টেক এলাকার সাইদুল ইসলামের বাড়িতে এই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে।

মাত্র ঘণ্টাখানেকের মধ্যে ওই ফ্ল্যাট থেকে প্রায় ৬ লাখ টাকা, ৮ ভরি সোনা এবং দুটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় সংঘবদ্ধ ডাকাত দল। ডাকাতেরা একটি কালো হাইয়েস গাড়িতে চলে যাওয়ার পর খবর পেয়ে প্রতিবেশীরা বাড়িতে ঢুকে তাদের বাঁধন খুলে মুক্ত করেন।

গৃহকর্তা সাইদুল বলেন, “৪-৫ জন ডাকাত দ্বিতীয় তলার বারান্দার গ্রিল কেটে বাড়িতে ঢুকে সবার হাত-পা রশি দিয়ে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সবাইকে মারধর করে। ওই সময় আমার নগদ প্রায় ৫ লাখ টাকা ও আমার মেয়ের ঘর থেকে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও নিচতলার এক ভাড়াটিয়ার কিস্তির ৭০ হাজার টাকা, দুটি স্বর্ণের চেইন, অন্য ভাড়াটিয়ার একটি মোবাইল ফোন ও ২৭ হাজার টাকা অস্ত্রের মুখে নিয়ে নেয়। তবে ডাকাতদলের মধ্যে বাড়ির বাইরে কতজন ছিল সেইটা আমি জানি না।“

এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিরুল ইসলাম জানান, “ডাকাতির অভিযোগ পাইনি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!