• ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ১ শাওয়াল ১৪৪৬

সেলফি তুলে ভাইরাল হওয়া সেই যুবদল নেতা বহিষ্কার


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ১২:১৫ পিএম
সেলফি তুলে ভাইরাল হওয়া সেই যুবদল নেতা বহিষ্কার
সেলফি তুলছেন আহসান উল্লাহ। ছবি : প্রতিনিধি

কুমিল্লায় হত্যা মামলার আসামি হয়েও পুলিশ সুপার কার্যালয়ে সেলফি তুলে ভাইরাল হওয়া যুবদল নেতা আহসান উল্লাহকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন তাকে বহিষ্কার করেন।

কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসানকে দলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

পুলিশ জানায়, ৬ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহাম্মদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ কিছু নেতাকর্মী। তাদের সঙ্গে ছিলেন হত্যা মামলার আসামি আহসান উল্লাহ। সেখানে সেলফি তুলে ফেসবুকে পোস্ট দিলে ভাইরাল হয়ে যায়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আহসান নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। 

Link copied!