• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
সীতাকুণ্ড বিস্ফোরণ

উদ্ধার অভিযান শেষ, মামলার প্রস্তুতি পুলিশের


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৫, ২০২৩, ০৪:৫২ পিএম
উদ্ধার অভিযান শেষ, মামলার প্রস্তুতি পুলিশের

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনার ২২ ঘণ্টা পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার অভিযোগ এনে মামলার প্রস্তুতি নিয়েছে পুলিশ।

রোববার দুপুর বিকেল ৩টার দিকে উদ্ধার অভিযান শেষ করা হয়।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া বলেন, “আমাদের উদ্ধার অভিযান শেষ হয়েছে। আমরা এখনো ঘটনাস্থলে আছি। এ ঘটনায় তদন্ত কমিটি হয়েছে। তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ বলা যাবে। আপাতত নতুন করে বিস্ফোরণের আশঙ্কা নেই।”

এর আগে শনিবার (৪ মার্চ) বিকেল ৪টা ৫৫ মিনিটে কদমরসুলের কেশবপুর এলাকায় সীমা স্টিলের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। ভয়াবহ এ বিস্ফোরণে কেঁপে ওঠে কয়েক কিলোমিটার এলাকা। ঘটনাস্থলের প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে ছিটকে পড়ে বিস্ফোরিত ইস্পাতের টুকরো।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার মধ্যে আগুণ নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জন মারা গেছেন। আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৮ জন। গুরুতর আহত দুজন আইসিইউতে।

Link copied!