• ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ১ শাওয়াল ১৪৪৬

যে লেবুর প্রতিটির দাম হাঁকা হচ্ছে ১০০০ টাকা


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০৪:৫৩ পিএম
যে লেবুর প্রতিটির দাম হাঁকা হচ্ছে ১০০০ টাকা
জারা লেবু

রমজান মাসে সিলেটে লেবুর বাজারে চলছে তুঘলকি কাণ্ড। বড় আকারের লেবুর হালি ২৫০ টাকা আর সবচেয়ে ছোট আকারের লেবু কিনতে গুনতে হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা। তবে সবচেয়ে আলোচিত হচ্ছে জারা লেবুর দাম। নগরের বন্দরবাজারের লালবাজারে এক হালি জারা লেবুর দাম ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকা হাঁকা হয়েছে।

সিলেট নগরের বন্দরবাজার, আম্বরখানা, রিকাবী বাজার, মেডিকেল রোড বাজার, মদিনা মার্কেট বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বছরের এই সময়টায় লেবুর ফলন কিছুটা কম হওয়ায় বাজারে দাম চড়া বলে দাবি বিক্রেতাদের। তবে ক্রেতারা বলছেন, লেবু এখন সারা বছরই চাষ হয়। তা ছাড়া রমজানের দুই দিন আগেও যে লেবুর হালি ছিল ২০ টাকা, সেটি এখন ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

নগরের বন্দরবাজারে সরেজমিনে দেখা গেছে, এলাকায় প্রতি হালি মাঝারি লেবু ৮০ থেকে ১০০ টাকা, চাষি লেবু ১০০ টাকা, টনা লেবু ১৫০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। ১০ দিন আগেও এসব লেবু প্রতি হালি ৫০ থেকে ৬০ টাকার কমে বিক্রি হয়েছে। এ ছাড়া এখন আকারভেদে একেকটি জারা লেবু বিক্রি হচ্ছে ৩০০ থেকে ১০০০ টাকায়। এ লেবু আগে ১৫০ থেকে ৩০০ টাকা কমে মিলত।

নগরের লাল বাজারের ছোট্ট দোকানে নানা জাতের লেবু নিয়ে বসেছেন ইমন আহমদ নয়ন। তিনি বলেন, ‘বড় সাইজের হরিপুরি জারা লেবু হালি ৪ হাজার ৫০০ টাকায় বিক্রি করছি। মাঝারি সাইজেরগুলোর হালি ১ হাজার ৬০০ টাকা।’

দাম এত বেশি কেন প্রশ্নে তিনি বলেন, ‘হরিপুরি জারা লেবুর চাহিদা বেশি, দামও বেশি, খেতেও সুস্বাদু।

তিনি মাঝারি সাইজের অন্য আরেকটি জারা লেবু দেখিয়ে বলেন, ‘এগুলো আবার ৪০০ টাকা হালি।’ দামের তারতম্যের কারণ হিসেবে তিনি বলেন, ‘এগুলো নরসিংদীর জারা লেবু, দাম কিছুটা কম, ৪০০ টাকা। একই সাইজের হরিপুরি জারা লেবু আবার ১৬০০ টাকা।’ তার এখানে আদা লেবু ১২০ টাকায় বিক্রি করছেন বলে জানান।

শওকত হোসেন নামের এক ক্রেতা বলেন, ‘হরিপুরি জারা লেবু আমাদের জন্য নয়, বিত্তশালীদের জন্য। তবে সাধারণ লেবুর দাম রমজানকে সামনে রেখে যেভাবে বাড়ানো হয়েছে তা, এককথায় অবিশ্বাস্য।’

Link copied!