‘তুমি নব নব রুপে এসো প্রাণে’ এই প্রতিপাদ্যকে ঘিরে কুড়িগ্রামে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের আয়োজনে এক রবিসন্ধ্যার আয়োজন করা হয়।
মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে এ রবিসন্ধ্যা শুরু হয়। শুরুতে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন কুড়িগ্রাম সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. মঞ্জুরুল ইসলাম। আলোচনা শেষে রবীন্দ্রনাথের একাধিক সংগীত পরিবেশন করেন রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সদস্যরা।
এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুড়িগ্রামের সভাপতি ইমতে আহসান শিলু, সাধারণ সম্পাদক সাতকড়ি রায় নিলু, সহসভাপতি সুব্রতা রায়, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, সাম্প্রতিক প্রচ্ছদের সভাপতি জুলকারনাইন স্বপন, ঘাতক-দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোস প্রমুখ।