• ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০, ২৪ শা'বান ১৪৪৬

‘আন্দোলন শেষ হয়নি, সীমান্তের ওপার থেকে এখনো ষড়যন্ত্র চলছে’


নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৯:২৬ পিএম
‘আন্দোলন শেষ হয়নি,  সীমান্তের ওপার থেকে এখনো ষড়যন্ত্র চলছে’
বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। ছবি : প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, “দেশবাসীকে আরও আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। আন্দোলন শেষ হয়ে যায়নি, এখনো সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র চলছে।”

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদীর কাউরিয়াপাড়া ঈদগাহ মাঠে আয়োজিত বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, “আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ নির্বাচনের রোডম্যাপের দাবিতে আজ আমাদের সভা করতে হচ্ছে। যাই করি না কেন, সেসব কিছুই হতে হবে জিয়া মতবাদকে ভিত্তি করে। তাই জিয়ার সাম্য ও জাতীয়তাবাদের ভিত্তিতেই আগামী দিনের রাজনীতি নির্ধারিত হবে। পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার এবং সংবিধান সংস্কারেও জিয়ার মূল স্তম্ভের ভিত্তিতেই হতে হবে।”

দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আয়োজিত সমাবেশের সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল ইসলাম বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, নজরুল ইসলাম আজাদ।

Link copied!