• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩০, ২৪ রজব ১৪৪৬

লেবু বাগানে পড়ে ছিল ব্যবসায়ীর গলাকাটা মরদেহ


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০১:৩৮ পিএম
লেবু বাগানে পড়ে ছিল ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

টাঙ্গাইলের সখীপুরে লেবু বাগান থেকে আব্দুস সালাম (৪৮) নামের এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের একটি লেবু বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুস সালাম ওই এলাকার মৃত আমির আলীর ছেলে। তিনি পেশায় মুদির দোকানদার ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২২ জানুয়ারি) রাত ১০টার দিকে তিনি তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পরে তিনি বাড়ি না আসায় তার স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে ২০০ মিটার দূরে একটি লেবুর বাগানে তার গলাকাটা মরদেহ দেখতে পান স্বজনরা।

নিহতের স্ত্রী বাছাতন বেগম বলেন, “আমার স্বামী তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি না ফেরায় আমরা তাকে সারা রাত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। কিন্তু কোথাও পাইনি। পরে আজ সকালে আমাদের লেবু বাগানে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়।”

নিহতের মেয়ে ফাতেমা আক্তার বলেন, “আমার জানামতে বাবার কোনো শত্রু ছিল না। কে বা কারা আমার সহজ-সরল বাবাকে নির্মমভাবে হত্যা করেছে, আমি তাদের বিচার চাই।”

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, “এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদ্ঘাটন করে আসামিদের গ্রেপ্তার করা হবে।”

Link copied!