সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০৬:৫৮ পিএম
সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ

ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাতনামা গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুর শহরের পশ্চিম আলিপুর এলাকার খন্দকার বজলুর রহমানের ছেলে খন্দকার মামুনুর রহমান (৪৫) ও তার বন্ধু চরভদ্রাসন উপজেলা সদর এলাকার খলাবাড়ির বাসিন্দা মোহাম্মদ গুপি শেখ ৫০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর থেকে ভাঙ্গাগামী মোটরসাইকেল ও অজ্ঞাতনামা পরিবহন ভাঙ্গার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভাঙ্গা পৌর এলাকার নওপাড়া বাসস্ট্যান্ডে পৌঁছালে পরিবহনটি ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের দুই আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও ভাঙ্গা হাসপাতালে নেওয়ার পথে আরেকজন নিহত হন। ঘাতক পরিবহনটি পালিয়ে গেছে।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে নিহত ও অন্যজনকে আহত অবস্থায় পাওয়া যায়। পরে আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Link copied!