• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘রাজাকারের তালিকা তৈরির আইন পাস হয়েছে’


গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২, ২০২২, ০৪:০৪ পিএম
‘রাজাকারের তালিকা তৈরির আইন পাস হয়েছে’

সংসদে রাজাকারদের তালিকা তৈরির আইন পাস হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক।

রোববার (২ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরে সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, “মুক্তিযুদ্ধের বিরোধীদের তালিকা তৈরির আইনগত কোনো ভিত্তি ছিল না। সংসদে পাশ হওয়ার পর এখন নীতিমালা তৈরি করা হচ্ছে। একই ভাবে এ তালিকা প্রস্তুত করা হবে “

মোজাম্মেল হক জানান, নীতিমালা তৈরি হওয়ার পর তালিকা প্রস্তুত করার জন্য সংসদীয় কমিটির সভাপতি শাহজাহান খানকে কমিটির আহবায়ক করা হয়েছে। এ তালিকা তৈরি করতে আরও এক মাসের মত সময় লাগবে।

এর আগে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মল হক। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করনে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!