• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মানববন্ধনে প্রধান শিক্ষকের ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর…


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৪, ০৫:৩৮ পিএম
মানববন্ধনে প্রধান শিক্ষকের ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর…

ঢাকায় সেকেন্ডারি অ্যাডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী সরকারি মাধ্যমিক শিক্ষক পরিবারের ব্যানারে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধন চলাকালে এক শিক্ষক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তোপের মুখে পড়েন রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস। এসময় অন্য শিক্ষকরা প্রতিবাদ জানালে মাইকে ক্ষমা চান ওই প্রধান শিক্ষক।

এ বিষয়ে প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস বলেন, “শিক্ষা ভবনে সেসিপ প্রকল্পের কর্মকর্তা-কর্মারীদের দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় আজ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। বক্তব্য শেষে ভুলবসত ‘জয় বাংলা’ স্লোগান বলে ফেলি। পরে ভুলের জন্য ক্ষমা চেয়ে নেই।”

রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জহুরুল ইসলাম বলেন, “আমরা শিক্ষকদের লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালন করছি। মানববন্ধনে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস তার বক্তব্যের শেষে জয় বাংলা স্লোগান দিয়েছেন। আমি প্রথম এর প্রতিবাদ করেছি। পরে আমার সঙ্গে অনান্য শিক্ষকরা প্রতিবাদ জানান। কারণ হলো ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদি সরকারের পতন হয়েছে। শত শত ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস এখনো জয় বাংলা স্লোগান দেয় কীভাবে?”

শিক্ষক জহুরুল আরও বলেন, “এখনো আমাদের আশপাশে শেখ হাসিনার প্রেতাত্মা রয়েছে। যে কারণে এখনো তারা জয় বাংলা স্লোগান দিয়ে যাচ্ছে।”

এদিকে ঘণ্টাব্যাপি মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা ভবন ঢাকায় সেসিপ প্রকল্পের কর্মকর্তা-কর্মারীদের দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিত হয়েছেন। শিক্ষকদের ওপর হামলাকারিদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনে যাবেন তারা।

এসময় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জেল হোসেন, সহকারী শিক্ষক আবু সাঈদ, রেজাউল করিম, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস, সিনিয়র শিক্ষক জহুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

Link copied!