• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২, ১৮ শাওয়াল ১৪৪৬
পঞ্চগড়ে নৌকাডুবি

প্রতিবেদন দিতে তদন্ত কমিটির সময় বাড়লো


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২, ০৩:৩৫ পিএম
প্রতিবেদন দিতে তদন্ত কমিটির সময় বাড়লো

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় জেলা প্রশাসনের গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদন দেওয়ার সময় আরও ৩ দিন বাড়ানো হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম।

জহুরুল ইসলাম বলেন, নৌকা ডুবির ঘটনায় তদন্ত কমিটির সবাই উদ্ধার অভিযানের সাথে সম্পৃক্ত থাকায় তাদের তদন্তের কাজ ব্যাহত হয়েছে। সুষ্ঠু তদন্তের দিক বিবেচনায় তাদের আরও তিন দিনের সময় সময় বৃদ্ধি করে দেয়া হয়।

এখন পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন কয়েকজন। তাদের উদ্ধারে ১০০ কিলোমিটার এলাকাজুড়ে আজও উদ্ধার অভিযান চলছে।

Link copied!