• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তপ্ত রোদে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ


গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৩, ০৩:৩১ পিএম
তপ্ত রোদে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

দুপুরের তপ্ত রোদের মধ্যে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজার নেতৃত্বে জেলা সদরের রঘুনাথপুর গ্রামের অসহায় কৃষক জীবন মণ্ডলের এক বিঘা জমির ধান কেটে দেন জেলা ছাত্রলীগের একটি দল।

এ সময় জেলা ছাত্রলীগের সহসভাপতি রাসেল, সাংগঠনিক সম্পাদক আকাশ, সাবেক সহসভাপতি গাজী রনি, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রিপনসহ আরও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কৃষক জীবন মণ্ডল বলেন, “বর্তমানে কৃষকের মজুরি অনেক। তাই টাকার সংকটে জমির পাকা ধান কাটতে পারছিলাম না। ছাত্রলীগের ভাইয়েরা আজ এই রোদের মধ্যে এত কষ্ট করে আমার জমির ধান কেটে ঘরে তুলে দিলেন। আমার খুবই উপকার হইলো। আমার কৃষানের টাকা বেচে গেল। আমি প্রধানমন্ত্রীসহ তাদের সকলের জন্য দোয়া করি।”

জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমির হামজা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আজ আমরা জেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী এক অসহায় ভাইয়ের জমির ধান কেটে দিলাম। এতে ওই কৃষক ভাই খুবই খুশি হয়েছেন। যদিও অনেক রোদ ছিল। তারপরেও জননেত্রী শেখ হাসিনার নির্দেশ আমরা পালন করতে পেরেছি, এতে আমাদের স্বস্তি।”

Link copied!