• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘বিএনপি যে ষড়যন্ত্র করছে তা কোনদিনই সফল হবে না’


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০৮:৩১ পিএম
‘বিএনপি যে ষড়যন্ত্র করছে তা কোনদিনই সফল হবে না’

বিএনপি যে ষড়যন্ত্র করছে তা কোনদিনই সফল হবে না বলে মন্তব্য করেছেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেছেন, “মৌলবাদ, জঙ্গিবাদ ও রাজাকারের উত্থান এই বাংলার যুব সমাজ, তরুণ সমাজ এবং এই প্রজন্ম রুখবেই রুখবে, অবশ্যই রুখবে।”

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে ফরিদপুরের ভাঙ্গার কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে বাংলাদেশ যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে কৃষক বন্ধুদের সমন্বয়ে কৃষি সম্মেলন ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, “যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তার সঙ্গে শেখ হাসিনার চিন্তা চেতনা মানুষ উপলব্ধি করতে পেরেছে বলে আজকে স্মার্ট বাংলাদেশের স্লোগান সারা দেশের মানুষের মুখে মুখে। এটা কি কেউ ভাবতে পেরেছিল বাংলাদেশ স্যাটেলাইট মহাকাশে পাঠাবে। যা সম্ভব হয়েছে শেখ হসিনার জন্য।”

কোনো কর্মসূচি দিলেই জনপ্রিয় হওয়া যায় না উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, “৬ দফার আগে অনেক ‘দফা’ হয়েছিল। কিন্তু সফল হয়নি। যখন ছয় দফা দেওয়া হয় তখন বাঙালির হৃদয়ে ঝংকার তুলেছিল যার ফলশ্রুতিতে বাংলাদেশ এক দফায় পরিণত হয়ে স্বাধীনতা পায়।”

বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুভাষ সিংহ রায়।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় এসময় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা শেষে ১৫০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়।

Link copied!