• ঢাকা
  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৬

কলেজছাত্রী বললেন, ‘ব্লেড দিয়ে পুরুষাঙ্গে আঘাত করেছি, এ ছাড়া কোনো পথ ছিল না’


নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫, ০১:০০ পিএম
কলেজছাত্রী বললেন, ‘ব্লেড দিয়ে পুরুষাঙ্গে আঘাত করেছি, এ ছাড়া কোনো পথ ছিল না’
ম্যাপ

নেত্রকোনার পূর্বধলায় ‘ধর্ষণ’ থেকে বাঁচতে পারভেজ মিয়া (২৫) নামের এক যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন কলেজছাত্রী। সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় পূর্বধলা সরকারি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত পারভেজ উপজেলার তারাকান্দা এলাকার বাসিন্দা।

এদিকে ঘটনার পর স্থানীয় লোকজন ওই কলেজছাত্রীকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ওই তরুণীর ভিডিও বক্তব্য ধারণ করা হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়া হয়। ইতিমধ্যে তা ভাইরাল হয়ে পড়ে।

ভিডিও বক্তব্যে ওই তরুণী বলেন, জাহিদ মিয়া (২৫) নামের এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গতকাল বিকেলে তার সঙ্গে দেখা করতে রাজধলা বিলপাড়ে যান। এ সময় জাহিদ ফোনে পারভেজকে সেখানে ডেকে নেন। তারা দুজন মিলে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালান। মেয়েটি বলেন, ‘কোনো উপায় না দেখে নিজেকে বাঁচাতে আমার ব্যাগে থাকা একটি ব্লেড দিয়ে পারভেজের পুরুষাঙ্গে আঘাত করেছি। এ ছাড়া আমার কোনো পথ ছিল না।’

এ বিষয়ে আহত পারভেজ মিয়ার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। আর ঘটনার পর থেকে জাহিদ মিয়া পলাতক রয়েছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।

পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ সোহেল রানা বলেন, পারভেজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম বলেন, লোকজনের কাছে খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ গিয়ে ওই তরুণীকে পায়নি। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!