দখল-দূষণে অস্তিত্ব হারাতে বসা মাদারীপুরের কালকিনি উপজেলার বরিশাল খালটি উদ্ধারে নেমেছে কালকিনি উপজেলা প্রশাসন।
সোমবার (১০ মার্চ) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে পৌর এলাকার গোপালপুর থেকে খালটির পুনরুদ্ধার ও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ এই কর্মসূচির উদ্বোধন করেন। এসময় কালকিনি পৌরসভার উপসহকারী প্রকৌশলী হোসাইন শেখ, পৌরসভার সার্ভেয়ার মো. শাহীন শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
কালকিনি পৌরসভা সূত্রে জানা যায়, উপজেলার গোপালপুর এলাকার প্রায় ৪ কিলোমিটারের এই খালটি দীর্ঘদিন ধরে দখল আর দূষণে বন্ধ হয়ে গিয়েছিল। খালের দুপাশে অবৈধ স্থাপনা নির্মাণ, ময়লা-আবর্জনা ফেলার কারণে দুর্গন্ধ ছড়াচ্ছিল। একই সঙ্গে দীর্ঘদিন ধরে কোনো প্রকার সংস্কার না হওয়ায় কচুরিপানা ও ময়লা-আবর্জনা জমে বন্ধ হয়ে গিয়েছিল পানি প্রবাহ। যার কারণে মশার উপদ্রবসহ বেড়েছিল রোগ জীবাণু। অবশেষে খালটি পুনরুদ্ধার ও পরিস্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
এদিকে খালটি পুনরুদ্ধার করায় খুশি স্থানীয়রা। জব্বার, জলিল ও খলিলসহ বেশ কয়েকজন কৃষক বলেন, “আমাদের এ খালে এতোদিন পর্যাপ্ত পরিমান পানি না থাকায় কৃষি কাজ করতে অনেক সমস্যা হতো। তবে খাল পরিষ্কার করার পরে অনেক পানি আসছে। আমরা এখন ভালোভাবে কৃষি কাজ করতে পারব।”
স্থানীয় সচেতন মহল জানায়, শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতার মধ্যে সীমাবদ্ধ না থেকে দখলদারদের হাত থেকেও খালটি উদ্ধার করতে হবে। খালেরও ওপর থেকে অবৈধ স্থাপনা না সড়ালে পুনরায় এটি অস্তিত্ব সংকটে পড়বে।
এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, “মাদারীপুর জেলা প্রশাসনের দিকনির্দেশনায় বরিশাল খালটি পুনরুদ্ধার কার্যক্রম (কালকিনি উপজেলার অংশ) শুরু হয়েছে। তবে পর্যায়ক্রমে খালের কচুরিপানা পরিষ্কার এবং খাল ও খালের দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।”